ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 30

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান নেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসির আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের জানান, উত্থাপিত তিনটি অভিযোগের বিষয়ে ইসি তাদের আশ্বস্ত করেছে। ইসির অনুরোধে আপাতত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাকিব বলেন, বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে জানানো হবে। তবে তিনি হুঁশিয়ার করে বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন যদি জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কিংবা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে ছাত্রদল আবারও মাঠে নামতে বাধ্য হবে।

তিনি আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। একই সঙ্গে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রমূলক উদ্যোগ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করল ছাত্রদল

সর্বশেষ আপডেট ০৬:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান নেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসির আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের জানান, উত্থাপিত তিনটি অভিযোগের বিষয়ে ইসি তাদের আশ্বস্ত করেছে। ইসির অনুরোধে আপাতত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাকিব বলেন, বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে জানানো হবে। তবে তিনি হুঁশিয়ার করে বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন যদি জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কিংবা নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে ছাত্রদল আবারও মাঠে নামতে বাধ্য হবে।

তিনি আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। একই সঙ্গে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রমূলক উদ্যোগ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।