ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০৪:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 127
ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের চকবাজার মসজিদ মার্কেটের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তা অভিজ্ঞতা ও যোগ্যতার ঘাটতিতে ভুগছেন। তাদের কারণে ব্যাংকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রাহকদের আস্থা কমেছে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে স্বচ্ছ ও কলুষমুক্ত রাখতে দুর্নীতিগ্রস্ত, লুটেরা ও অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য ও দক্ষ ব্যক্তিদের মাধ্যমে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।
তারা সতর্ক করে বলেন, এসব অদক্ষ কর্মকর্তা যদি কোনোভাবে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বাধা বা অস্থিরতা সৃষ্টি করতে চান, তাহলে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, ব্যবসায়ী আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ, শামছুল হুদা, আবুল কালাম, তানিম হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




































