ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন ড. এম জুবায়দুর রহমান
- সর্বশেষ আপডেট ০৭:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 296
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। বুধবার (২৩ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি সর্বসম্মতিক্রমে এ পদে নির্বাচিত হন। এর আগে তিনি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রফেসর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পেশাগত জীবনে রয়েছে বিশ্বজুড়ে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ অধ্যাপক, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা-শ্যাম্পেইন ও রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন।
তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। পাশাপাশি তিনি বিশ্বব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য নীতি পরামর্শ, কৌশলগত পরিকল্পনা এবং পরিবর্তন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিশ্বব্যাংকে কর্মরত অবস্থায় তিনি ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামে একটি আন্তর্জাতিক কর্মসূচির নেতৃত্ব দেন। এর মাধ্যমে তিনি বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ করেন এবং আর্থিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
এছাড়া রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে আন্তর্জাতিক পেশাদার পরামর্শদাতা প্রতিষ্ঠান ডেলয়েট-এর কার্যক্রম প্রতিষ্ঠা ও পরিচালনায় তিনি নেতৃত্ব দেন এবং এসব দেশে বাজার অর্থনীতির ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।































