ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 7

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলের সহযোগী সদস্যপদ গ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে নবাগত নেতাকর্মীরা সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

মাওলানা আনোয়ার হোসেন বলেন, “দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করেছি, তবে বাংলাদেশে ইসলামের আইন ও নীতি প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমি এবং আমার নেতাকর্মীরা আজ এই আন্দোলনে যোগদান করেছি। ভবিষ্যতে আরও প্রায় শতাধিক লোক আমার নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেবেন, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

সর্বশেষ আপডেট ০৩:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলের সহযোগী সদস্যপদ গ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে নবাগত নেতাকর্মীরা সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

মাওলানা আনোয়ার হোসেন বলেন, “দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করেছি, তবে বাংলাদেশে ইসলামের আইন ও নীতি প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমি এবং আমার নেতাকর্মীরা আজ এই আন্দোলনে যোগদান করেছি। ভবিষ্যতে আরও প্রায় শতাধিক লোক আমার নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেবেন, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।