ইসলামিক গজল সংগীতে প্রশংসায় ভাসছেন শায়ের জাহিন
- সর্বশেষ আপডেট ১২:২১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 251
ইসলামিক গজল সংগীতে নতুন মাত্রা যোগ করে প্রশংসায় ভাসছেন তরুণ শিল্পী শায়ের জাহিন (Shayer Jahin)। সম্প্রতি নিজের লেখা ও নিজের সুর করা একটি ইসলামিক গজল প্রফেশনালভাবে গেয়ে তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল “Shayer Jahin”-এ প্রকাশ করেন। প্রকাশের পরপরই গানটি ইসলামপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের হৃদয় জয় করে নেয়।
শায়ের জাহিনের কণ্ঠে গাওয়া উল্লেখযোগ্য ইসলামিক গানগুলোর মধ্যে রয়েছে— “এসেছে মোর দয়াল নবী”, “মনে আমার কত স্বপ্ন”, এবং “সাল্লালাহু আলা মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম”। তার আবেগঘন কণ্ঠ, অর্থবহ কথা ও হৃদয়স্পর্শী সুর শ্রোতাদের মধ্যে আলাদা একটি অনুভূতি সৃষ্টি করেছে বলে মত দিয়েছেন অনেকেই।
শিক্ষাজীবনেও তিনি সমানভাবে সক্রিয়। শায়ের জাহিন বর্তমানে ঢাকার সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত (Govt Titumir College, Dhaka – Philosophy Department)।
একাধারে ইসলামিক সঙ্গীত শিল্পী, লেখক ও ইসলামিক বক্তা হিসেবে পরিচিত শায়ের জাহিন সূফিবাদে বিশ্বাসী অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত (Ahle Sunnat Wal Jamaat) নেত্রকোনা জেলা শাখার একজন সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া তার একাধিক মিউজিক এলবাম আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম Amazon Music, Boomplay এবং Spotify-তে প্রকাশিত হয়েছে, যা দেশ-বিদেশের শ্রোতাদের কাছে তাকে পরিচিত করে তুলেছে।
শায়ের জাহিন তার এই যাত্রায় সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এবং ভবিষ্যতেও ইসলামিক গজল ও সংগীতের মাধ্যমে দ্বীনের খেদমত করে যেতে চান বলে জানিয়েছেন।





































