ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল হামলা বন্ধ করলে প্রতিক্রিয়া থামাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 178

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, “যদি ইসরায়েল ইরানে হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিক্রিয়া বন্ধ করবো।” খবর আল জাজিরার।

আরাঘচি বলেন, গত শুক্রবার ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা শুরু করে। এতে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামলার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য রাখলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, “আমাদের কাছে প্রমাণ রয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আঞ্চলিক বাহিনীগুলোর মাধ্যমে ইসরায়েলকে সক্রিয়ভাবে সহায়তা দেওয়া হচ্ছে।”

আরাঘচি আরও বলেন, “আমরা বিস্তৃত যুদ্ধ চাই না, তবে প্রতিটি ইসরায়েলি লক্ষ্যবস্তুর জবাব দেওয়া হচ্ছে।”

অন্যদিকে বিবিসি জানিয়েছে, ইসরায়েলে ইরানের সর্বশেষ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত, ৩৫ জন নিখোঁজ এবং শতাধিক আহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েল হামলা বন্ধ করলে প্রতিক্রিয়া থামাবে ইরান

সর্বশেষ আপডেট ০৪:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, “যদি ইসরায়েল ইরানে হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিক্রিয়া বন্ধ করবো।” খবর আল জাজিরার।

আরাঘচি বলেন, গত শুক্রবার ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা শুরু করে। এতে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামলার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য রাখলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, “আমাদের কাছে প্রমাণ রয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আঞ্চলিক বাহিনীগুলোর মাধ্যমে ইসরায়েলকে সক্রিয়ভাবে সহায়তা দেওয়া হচ্ছে।”

আরাঘচি আরও বলেন, “আমরা বিস্তৃত যুদ্ধ চাই না, তবে প্রতিটি ইসরায়েলি লক্ষ্যবস্তুর জবাব দেওয়া হচ্ছে।”

অন্যদিকে বিবিসি জানিয়েছে, ইসরায়েলে ইরানের সর্বশেষ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত, ৩৫ জন নিখোঁজ এবং শতাধিক আহত হয়েছেন।