ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে আঘাত হানলো হুতির ড্রোন, আহত ২২

ইসরায়েলে আঘাত হানলো হুতির ড্রোন
  • সর্বশেষ আপডেট ১২:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 74

ইসরায়েলে হুতির ড্রোনের আঘাত। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলে। এর মধ্যে একটি ড্রোন দেশটির এইলাত এলাকায় আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন দক্ষিণ ইলাত বন্দরে আঘাত হানার ফলে অন্তত ৩২ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাজতে থাকে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাকর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে’।

ইসরাইলের অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনটি অধিকৃত ইলাতের একটি পর্যটন এলাকায় আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ড্রোনটি আটকাতে ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।

প্রকাশিত আরেকটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইয়েমেনি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয়।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, অন্তত পাঁচজন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জন গুরুতরভাবে শার্পনেলের আঘাতে জখম হয়েছেন।

ইসরাইলি চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলে আঘাত হানলো হুতির ড্রোন, আহত ২২

সর্বশেষ আপডেট ১২:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলে। এর মধ্যে একটি ড্রোন দেশটির এইলাত এলাকায় আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন দক্ষিণ ইলাত বন্দরে আঘাত হানার ফলে অন্তত ৩২ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাজতে থাকে।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাকর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে’।

ইসরাইলের অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনটি অধিকৃত ইলাতের একটি পর্যটন এলাকায় আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ড্রোনটি আটকাতে ইসরাইলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।

প্রকাশিত আরেকটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইয়েমেনি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয়।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, অন্তত পাঁচজন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জন গুরুতরভাবে শার্পনেলের আঘাতে জখম হয়েছেন।

ইসরাইলি চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।