ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলা; ‘কাপুরুষ’ বললো কাতার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 167

ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার।

 

হামলার পর দোহারের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার পরপরই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়েছে, হামাস নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে এ হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

 

ইসরায়েলের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কাতারে অবস্থানরত হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, দোহায় হামাসের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধিদল বৈঠক করছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকেন।

 

কাতারের দোহায় হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার। বিবৃতিতে কাতার জানায়, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করে এবং কাতারে বসবাসকারী মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কাতারের নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার মোকাবিলা শুরু করেছে। সেই সাথে দোহার বাসিন্দাদের এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

 

কাতারের রাষ্ট্র এই হামলার কড়া নিন্দা জানালেও, তারা নিশ্চিত করেছে যে তারা এই অবিবেচক ইসরায়েলি আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি চলমান হস্তক্ষেপ সহ্য করবে না এবং এমন কোনো কার্যকলাপ যাতে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করা হয় তা গ্রহণ করবে না।

 

সূত্র: আল জাজিরা ও বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলের হামলা; ‘কাপুরুষ’ বললো কাতার

সর্বশেষ আপডেট ০৮:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার।

 

হামলার পর দোহারের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার পরপরই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়েছে, হামাস নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে এ হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

 

ইসরায়েলের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কাতারে অবস্থানরত হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, দোহায় হামাসের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধিদল বৈঠক করছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকেন।

 

কাতারের দোহায় হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার। বিবৃতিতে কাতার জানায়, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করে এবং কাতারে বসবাসকারী মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কাতারের নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার মোকাবিলা শুরু করেছে। সেই সাথে দোহার বাসিন্দাদের এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

 

কাতারের রাষ্ট্র এই হামলার কড়া নিন্দা জানালেও, তারা নিশ্চিত করেছে যে তারা এই অবিবেচক ইসরায়েলি আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি চলমান হস্তক্ষেপ সহ্য করবে না এবং এমন কোনো কার্যকলাপ যাতে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করা হয় তা গ্রহণ করবে না।

 

সূত্র: আল জাজিরা ও বিবিসি