ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়াসহ ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 184

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়াসহ ৪ দেশ

ইরানের উপর সাম্প্রতিক হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এসব দেশ ইসরায়েলের তীব্র নিন্দা জানায় এবং একে আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালানো হচ্ছে, যা এক ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করছে।” তিনি নিরাপত্তা পরিষদকে কার্যকরভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান।

চীনের প্রতিনিধি ফু কং বলেন, “ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।” তিনি একে বিপজ্জনক নজির বলে উল্লেখ করেন এবং নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পাকিস্তানি প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, “ইসরায়েলের অবৈধ সামরিক আগ্রাসন পুরো অঞ্চল এবং তার বাইরের জন্যও গুরুতর হুমকি।” তিনি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গাজা উপত্যকায় মানবিক সংকটকে ইসরায়েলের অস্থিতিশীল আচরণের অংশ হিসেবে উল্লেখ করেন।

আলজেরিয়ার প্রতিনিধি আমার বেন্ডজামা বলেন, “ইসরায়েলের হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে অযৌক্তিক আগ্রাসন।” তিনি গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরে এই হামলাকে আন্তর্জাতিক ন্যায়বিচার ও নীতির বিরোধী বলেও অভিহিত করেন।

এই চার দেশ একযোগে নিরাপত্তা পরিষদে সরব হয়ে ইসরায়েলের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়াসহ ৪ দেশ

সর্বশেষ আপডেট ১১:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইরানের উপর সাম্প্রতিক হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এসব দেশ ইসরায়েলের তীব্র নিন্দা জানায় এবং একে আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালানো হচ্ছে, যা এক ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করছে।” তিনি নিরাপত্তা পরিষদকে কার্যকরভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান।

চীনের প্রতিনিধি ফু কং বলেন, “ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।” তিনি একে বিপজ্জনক নজির বলে উল্লেখ করেন এবং নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পাকিস্তানি প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, “ইসরায়েলের অবৈধ সামরিক আগ্রাসন পুরো অঞ্চল এবং তার বাইরের জন্যও গুরুতর হুমকি।” তিনি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গাজা উপত্যকায় মানবিক সংকটকে ইসরায়েলের অস্থিতিশীল আচরণের অংশ হিসেবে উল্লেখ করেন।

আলজেরিয়ার প্রতিনিধি আমার বেন্ডজামা বলেন, “ইসরায়েলের হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে অযৌক্তিক আগ্রাসন।” তিনি গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরে এই হামলাকে আন্তর্জাতিক ন্যায়বিচার ও নীতির বিরোধী বলেও অভিহিত করেন।

এই চার দেশ একযোগে নিরাপত্তা পরিষদে সরব হয়ে ইসরায়েলের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।