ইসরায়েলের দিনভর হামলায় গাজায় নিহত ৫৩
- সর্বশেষ আপডেট ০১:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 83
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৫৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী দখল ও জনসংখ্যাকে জোরপূর্বক উচ্ছেদের লক্ষ্যে তারা এই হামলা চালাচ্ছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) একদিনেই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন।
আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকায় চালানো এ হামলায় ধ্বংস হয়েছে অন্তত ১৬টি ভবন। এর মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার।
দিনভর হামলায় হত্যা করা হয়েছে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে। এরমধ্যে গাজা সিটিতেই হত্যা করা হয় ৩৫ জনকে। ভূখণ্ডটিতে অনাহারে মৃত্যু হয়েছে আরও দুইজনের। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। এছাড়া গাজা দখলে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার নিহতদের মধ্যে দুইজন শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। চলমান যুদ্ধের মধ্যে শুধুমাত্র ক্ষুধা ও দুর্ভিক্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।
স্থানীয় সময় সকাল থেকে দক্ষিণ গাজার রিমাল মহল্লায় আল-কাওসার টাওয়ারকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দুই ঘণ্টার ব্যবধানে ভবনটি মাটিতে মিশে যায়।
জাতিসংঘ বলছে, ইসরায়েলের গাজা সিটি দখল অভিযানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারে। কেবল ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে ৮২ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, যার মধ্যে ৩০ হাজারকে উত্তর থেকে দক্ষিণে সরতে বাধ্য করা হয়েছে।
এদিকে হামাস নেতাকে হত্যার উদ্দেশে দোহায় হামলার পর ইসরাইলকে নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ফিলিস্তিনের গাজা ও মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য ইসরাইলকে শাস্তি দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। কাতারের দোহায় আরব ইসলামি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, উচ্ছেদ অভিযানসহ ইসরাইলের বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে দ্বৈত নীতি পরিহার করতে হবে।





































