ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতেই হবে: খামেনি
- সর্বশেষ আপডেট ০৬:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 183
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তি পেতেই হবে। বুধবার (১৮ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
খামেনি বলেন, “ইরান যেমন চাপিয়ে দেওয়া যুদ্ধে সাড়া দিয়েছে, তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও অবস্থান নেবে। ইরানি জাতি কখনো কারও চাপে মাথা নত করবে না। যারা আমাদের ইতিহাস জানে, তারা জানে—ইরানিদের হুমকি দিয়ে কিছুই আদায় করা যায় না।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ইঙ্গিত করে তিনি বলেন, “মার্কিনিরা শুনে রাখুক—যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ ও অপূরণীয়।”
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে খামেনির এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।
































