ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান বাংলাদেশের
- সর্বশেষ আপডেট ১০:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 100
তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এ ধরনের আগ্রাসন শুধু অঞ্চলকেই অস্থিতিশীল করছে না, বরং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি অবিলম্বে এই উসকানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানান এবং কূটনৈতিক ও আইনি পথে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেন।
এছাড়া, তিনি ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের জোর দাবি জানান এবং বলেন, “আইসিজে ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহির দাবি তুলতে ওআইসিকে একত্র ও সোচ্চার থাকতে হবে। সংহতিকে কৌশলগত বাস্তব পদক্ষেপে রূপান্তর করা এখন সময়ের দাবি।”
বক্তব্যে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গও তোলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি ওআইসিকে ধন্যবাদ জানান রোহিঙ্গা সংকটকে ‘ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশন’-এ অন্তর্ভুক্ত করায় এবং আইসিজেতে চলমান আইনি লড়াইয়ের অর্থায়নে সহায়তার আহ্বান জানান।
সম্মেলনের ফাঁকে তিনি মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও মুসলিম বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিকেলে ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
































