ইসরাইলের ৬ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 56
ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত ছয়জন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়।
এক প্রতিবেদনে ইরানি সংবাদ সংস্থা মেহের বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনই ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০২৫ সাল পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। এর আগে সোমবার ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ জানায়, বাহমান চৌবি আসল নামের ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।
এ বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ শত শত মানুষ নিহত হন। যুদ্ধে উভয় দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধ শেষে ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে সন্দেহভাজনদের দ্রুত বিচার করা হবে। এরপর থেকে দেশটিতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বেশ কয়েকজনের।
































