ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি
- সর্বশেষ আপডেট ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 79
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করেছেন।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, “তুমি কি সিঙ্গেল?” পরীমণি উত্তর দেন, “না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না, আমি নিজেও বিশ্বাস করি না। সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয়, এবং এটা থাকা ভালো।”
পরীমণি জানিয়েছেন, তিনি মোট একবার বিয়ে করেছেন। তার খালাতো ভাই ইসমাইলকে তিনি প্রথম বিয়ে করেছিলেন। পরবর্তীতে শরীফুল রাজের সঙ্গে তার সম্পর্ক থাকলেও তা বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়েছে। ইসমাইলের সঙ্গে বিয়ে সম্পর্কে পরীমণি বলেন, “হ্যাঁ, তিনি আমার সৎস্বামী ছিলেন।”
তিনি আরও বলেছেন, তার জীবনে কোনো ভুল নেই, সবকিছুই একটি অভিজ্ঞতা। ছোটবেলায় তিনি মজা করে বলতেন, তিনি এক ডজন বিয়ে করতে চান। সেই কথার ভিত্তিতেই ইসমাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়, যা তিনি কখনো বাস্তবভাবে বলেননি।































