ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইশরাকের হুঁশিয়ারি: ‘প্রয়োজনে বিসিবি ঘেরাও’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 110

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ঘটলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অন্যদিকে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ক্রিকেটার তামিম ইকবাল।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবালসহ কয়েকজন ক্রিকেট সংগঠক। তারা অভিযোগ করেন, বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চাইছেন। একই সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেওয়া হবে না।”

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পাওয়া ইশরাক হোসেন বলেন, “বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ইতোমধ্যেই গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া কমিশনে আছেন পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইশরাকের হুঁশিয়ারি: ‘প্রয়োজনে বিসিবি ঘেরাও’

সর্বশেষ আপডেট ০৯:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ঘটলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অন্যদিকে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ক্রিকেটার তামিম ইকবাল।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবালসহ কয়েকজন ক্রিকেট সংগঠক। তারা অভিযোগ করেন, বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চাইছেন। একই সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, “বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেওয়া হবে না।”

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পাওয়া ইশরাক হোসেন বলেন, “বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ইতোমধ্যেই গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া কমিশনে আছেন পুলিশের সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।