ইশরাকের শপথ ইস্যুতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৮:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 344
বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রবিবার (১ জুন) সন্ধ্যায় এ রায় প্রকাশ করা হয়। রায়ে আদালত বলেন, ইশরাকের শপথ ইস্যুটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন।
এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করা হয়।
লিভ টু আপিলকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করায় বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণের কথা বলেছেন হাইকোর্ট। আজ আপিল বিভাগ বলেছেন, সাংবিধানিক যে দায়িত্ব আছে, তা নির্বাচন কমিশন পালন করবে।’
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত একসঙ্গে পড়লে বোঝা যায় যে, নির্বাচন কমিশনকে আপিল করার নির্দেশ দেওয়া হচ্ছে, যা এত দিন তারা করতে ব্যর্থ হয়েছে।
পর্যবেক্ষণে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে কমিশনকে আপিল করতে বাধ্য করা হয়েছে। তা না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করতে থাকেন তাপস।
নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন।

































