ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পরমাণু ইস্যুতে দ্বিপক্ষীয় সমঝোতার ইঙ্গিত

ইরানে ৬০০ রাশিয়ান বিশেষজ্ঞ, কঠোর বার্তা পুতিনের

অর্থনৈতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 162

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইসরায়েলের হামলার পর ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানে প্রায় ৬০০ রাশিয়ান বিশেষজ্ঞ কাজ করছেন, যাদের মধ্যে ২৫০ জন বুশেহারে পারমাণবিক প্রকল্পে নিযুক্ত।

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (এসপিআইইএফ) এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না।” তিনি আরও জানান, রাশিয়ার বিজ্ঞানীরা বুশেহারে দুটি পরমাণু চুল্লি নির্মাণে কাজ করছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বুশেহার আক্রমণ না করার প্রতিশ্রুতি মিলেছে।

পরমাণু প্রকল্পের বিষয়ে রাশিয়ার অবস্থান আরও স্পষ্ট করে পুতিন বলেন, “আমরা ইরানকে প্রস্তাব দিয়েছি, তারা চাইলে রাশিয়ার তত্ত্বাবধানে পারমাণবিক প্রকল্প পরিচালনা করতে পারে। এর লক্ষ্য হবে ইউরেনিয়াম শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করা।” তবে তিনি এও স্পষ্ট করেছেন, এ সব কিছুই ইরানের সম্মতির ওপর নির্ভর করছে।

রাশিয়া-ইরান সম্পর্ককে “ভালো” উল্লেখ করে পুতিন বলেন, জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও সেই চুক্তিতে কোনো অস্ত্র সরবরাহের বিষয় নেই এবং এখন পর্যন্ত ইরান রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র চায়ওনি।

ইরানের নিরাপত্তা এবং ইসরায়েলের উদ্বেগ—উভয় পক্ষের বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়ে পুতিন বলেন, “শান্তিপূর্ণ উপায়ে ইরান যেন পরমাণু শক্তি ব্যবহার করতে পারে, আবার ইসরায়েল যাতে আতঙ্কিত না হয়—এই দুই বিষয় একসঙ্গে সমাধান করা সম্ভব।”

এদিকে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার চেষ্টায় তুরষ্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ভূমিকার প্রশংসাও করেন পুতিন। এই মন্তব্য আঞ্চলিক কূটনীতির নতুন মাত্রার ইঙ্গিত দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরমাণু ইস্যুতে দ্বিপক্ষীয় সমঝোতার ইঙ্গিত

ইরানে ৬০০ রাশিয়ান বিশেষজ্ঞ, কঠোর বার্তা পুতিনের

সর্বশেষ আপডেট ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইসরায়েলের হামলার পর ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানে প্রায় ৬০০ রাশিয়ান বিশেষজ্ঞ কাজ করছেন, যাদের মধ্যে ২৫০ জন বুশেহারে পারমাণবিক প্রকল্পে নিযুক্ত।

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (এসপিআইইএফ) এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না।” তিনি আরও জানান, রাশিয়ার বিজ্ঞানীরা বুশেহারে দুটি পরমাণু চুল্লি নির্মাণে কাজ করছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বুশেহার আক্রমণ না করার প্রতিশ্রুতি মিলেছে।

পরমাণু প্রকল্পের বিষয়ে রাশিয়ার অবস্থান আরও স্পষ্ট করে পুতিন বলেন, “আমরা ইরানকে প্রস্তাব দিয়েছি, তারা চাইলে রাশিয়ার তত্ত্বাবধানে পারমাণবিক প্রকল্প পরিচালনা করতে পারে। এর লক্ষ্য হবে ইউরেনিয়াম শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করা।” তবে তিনি এও স্পষ্ট করেছেন, এ সব কিছুই ইরানের সম্মতির ওপর নির্ভর করছে।

রাশিয়া-ইরান সম্পর্ককে “ভালো” উল্লেখ করে পুতিন বলেন, জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও সেই চুক্তিতে কোনো অস্ত্র সরবরাহের বিষয় নেই এবং এখন পর্যন্ত ইরান রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র চায়ওনি।

ইরানের নিরাপত্তা এবং ইসরায়েলের উদ্বেগ—উভয় পক্ষের বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়ে পুতিন বলেন, “শান্তিপূর্ণ উপায়ে ইরান যেন পরমাণু শক্তি ব্যবহার করতে পারে, আবার ইসরায়েল যাতে আতঙ্কিত না হয়—এই দুই বিষয় একসঙ্গে সমাধান করা সম্ভব।”

এদিকে ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার চেষ্টায় তুরষ্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ভূমিকার প্রশংসাও করেন পুতিন। এই মন্তব্য আঞ্চলিক কূটনীতির নতুন মাত্রার ইঙ্গিত দেয়।