ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: চীনের কড়া প্রতিক্রিয়া
- সর্বশেষ আপডেট ০৭:২০:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 239
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় অবশেষে সরব হয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলাকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র পর্যবেক্ষণের আওতাধীন ছিল। এসব স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে।”
চীন আরও জানায়, এ ধরনের সামরিক পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তির ওপর সরাসরি হুমকি তৈরি করছে।
বিশেষ বার্তায় ইসরায়েলকে লক্ষ্য করে চীন আহ্বান জানায়, “সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে ইসরায়েল যেন যুদ্ধবিরতিতে পৌঁছায়, সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করে।”
চীন বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যপ্রসূত হিসেবে দেখে এসেছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে আসছে।
সূত্র: আল জাজিরা
































