ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ভারতীয়দের জরুরি প্রস্থান নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 63

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইরানের রাষ্ট্রপতি, মহামান্য জনাব মাসুদ ২২ জুন ২০২৫ তারিখে ফোনে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ইরানে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ সম্ভাব্য সব পরিবহণ ব্যবহার করে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।

দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, ইরানের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে এবং নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিক্ষোভ ও সহিংসতা চলছে এমন এলাকা এড়িয়ে চলার, দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ও স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাসপোর্ট ও পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি জরুরি সহায়তার হেল্পলাইন ও ই-মেইল ঠিকানাও প্রকাশ করা হয়েছে।

এখনও নিবন্ধন না করা নাগরিকদের দ্রুত এমইএ-এর অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক ও ধর্মীয় শাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর দমন-নিপীড়নের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানে ভারতীয়দের জরুরি প্রস্থান নির্দেশ

সর্বশেষ আপডেট ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ইরানে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ সম্ভাব্য সব পরিবহণ ব্যবহার করে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।

দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, ইরানের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে এবং নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিক্ষোভ ও সহিংসতা চলছে এমন এলাকা এড়িয়ে চলার, দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ও স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাসপোর্ট ও পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি জরুরি সহায়তার হেল্পলাইন ও ই-মেইল ঠিকানাও প্রকাশ করা হয়েছে।

এখনও নিবন্ধন না করা নাগরিকদের দ্রুত এমইএ-এর অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক ও ধর্মীয় শাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর দমন-নিপীড়নের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।