ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভ দমনে নিহত ১২ হাজার ছাড়িয়েছে 

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 52

ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট, ইরান ইন্টারন্যাশনালের তথ্যের ওপর ভিত্তি করে। হত্যাকাণ্ডের সবচেয়ে বড় অংশ ঘটেছে বৃহস্পতিবার ও শুক্রবার, যা দেশটির সমসাময়িক ইতিহাসে সর্ববৃহৎ বলা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে জেরুজালেম পোস্ট দাবি করেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা  এইচআরএএনএ তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে, বিক্ষোভ শুরুর পর ৬৪৬ জনের মৃত্যুর তথ্য যাচাই করা গেছে। নিহতদের মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী, নয়জন শিশু, ১৩৩ জন নিরাপত্তা বাহিনী, একজন কূঁসুলি ও সাতজন সাধারণ নাগরিক রয়েছেন। আরও ৫৭৯ জনের মৃত্যুর তথ্য যাচাইয়ের আওতায় রয়েছে। বিক্ষোভ শুরুর পর অন্তত ১০ হাজার ৭২১ জনকে আটক করা হয়েছে।

তথ্যসূত্রে রয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠরা, প্রেসিডেন্ট দপ্তরের সূত্র, মাশহাদ, কেরমানশাহ ও ইসফাহানের আইআরজিসি সদস্যরা, এছাড়া প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কেন্দ্রের তথ্যও অন্তর্ভুক্ত।

ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক প্রতিবেদনের বিষয়গুলো ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে এবং সহিংসতার দায় বিদেশি শক্তি ও দাঙ্গাকারীদের ওপর চাপিয়েছে। ইউরোপের দেশগুলো সহিংসতা বন্ধ ও ইন্টারনেট সেবা পুনর্বহালের দাবি জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট ইরানি কূটনীতিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, ফ্রান্স ও সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।

যোগাযোগে কড়াকড়ির কারণে তথ্য যাচাই সীমিত, ফলে প্রকাশিত সংখ্যা ন্যূনতম নিশ্চিত হিসাব মাত্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানে বিক্ষোভ দমনে নিহত ১২ হাজার ছাড়িয়েছে 

সর্বশেষ আপডেট ০৬:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট, ইরান ইন্টারন্যাশনালের তথ্যের ওপর ভিত্তি করে। হত্যাকাণ্ডের সবচেয়ে বড় অংশ ঘটেছে বৃহস্পতিবার ও শুক্রবার, যা দেশটির সমসাময়িক ইতিহাসে সর্ববৃহৎ বলা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে জেরুজালেম পোস্ট দাবি করেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা  এইচআরএএনএ তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে, বিক্ষোভ শুরুর পর ৬৪৬ জনের মৃত্যুর তথ্য যাচাই করা গেছে। নিহতদের মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী, নয়জন শিশু, ১৩৩ জন নিরাপত্তা বাহিনী, একজন কূঁসুলি ও সাতজন সাধারণ নাগরিক রয়েছেন। আরও ৫৭৯ জনের মৃত্যুর তথ্য যাচাইয়ের আওতায় রয়েছে। বিক্ষোভ শুরুর পর অন্তত ১০ হাজার ৭২১ জনকে আটক করা হয়েছে।

তথ্যসূত্রে রয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠরা, প্রেসিডেন্ট দপ্তরের সূত্র, মাশহাদ, কেরমানশাহ ও ইসফাহানের আইআরজিসি সদস্যরা, এছাড়া প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কেন্দ্রের তথ্যও অন্তর্ভুক্ত।

ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক প্রতিবেদনের বিষয়গুলো ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছে এবং সহিংসতার দায় বিদেশি শক্তি ও দাঙ্গাকারীদের ওপর চাপিয়েছে। ইউরোপের দেশগুলো সহিংসতা বন্ধ ও ইন্টারনেট সেবা পুনর্বহালের দাবি জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট ইরানি কূটনীতিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, ফ্রান্স ও সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।

যোগাযোগে কড়াকড়ির কারণে তথ্য যাচাই সীমিত, ফলে প্রকাশিত সংখ্যা ন্যূনতম নিশ্চিত হিসাব মাত্র।