ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
- সর্বশেষ আপডেট ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 36
ইরানে সরকারবিরোধী টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেড়ে প্রায় ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) জানায়, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছে সে তুলনায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।
তারা জানায়, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এরমধ্যে দুটি সূত্র জানায়, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। তবে এ সংখ্যা ২০ হাজার হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে জানান, তাদের ধারণা ইরানে বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত হন। তবে এ সংখ্যা ধারণার চেয়ে বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার টেলিফোন যোগাযোগ স্বাভাবিক হলেও ইরানের বাইরে কেউ ফোন করতে পারেনি। তবে সিবিএসের একটি সূত্র বাইরে খবর পাঠাতে পেরেছেন।
একই সূত্র আরও জানায়, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা আহতদের পরিচয়সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।
লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, তারাও ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে।
সংবাদমাধ্যম সিবিএস জানায়, ওয়াশিংটনের একটি সূত্র তার ইরানের সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, গত কয়েকদিনের বিক্ষোভে ১০ থেকে ১২ হাজার মানুষ মারা গেছে।




































