ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 169

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করলো কাতার

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) রাতের ওই হামলার পর জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে এক চিঠি পাঠিয়েছে কাতার সরকার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই চিঠিতে হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে কাতারের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। কাতার জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে তারা প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

হামলার ঘটনার পর কাতারে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।

সোমবার রাতে কাতার ও ইরাকের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ ও আকাশে আলোর ঝলক দেখা যায়। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ছোড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তবে কাতার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা জাতিসংঘ সনদ এবং কাতারের আকাশসীমার গুরুতর লঙ্ঘন।

অন্যদিকে ইরান জানায়, তারা কাতারকে আগেই সতর্ক করেছিল, যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায়। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, এই হামলা কাতার বা তার জনগণের প্রতি কোনো হুমকি নয়। ইরান কাতারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

নিরাপত্তা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং এই হামলাকে প্রতীকী বলে আখ্যায়িত করেছেন। তিনি বিবিসিকে বলেন, ইরান এই হামলার মাধ্যমে জানিয়ে দিল যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় সংঘাতে জড়াতে চায় না।

সূত্র: বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করলো কাতার

সর্বশেষ আপডেট ০৪:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) রাতের ওই হামলার পর জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে এক চিঠি পাঠিয়েছে কাতার সরকার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই চিঠিতে হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে কাতারের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। কাতার জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে তারা প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

হামলার ঘটনার পর কাতারে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।

সোমবার রাতে কাতার ও ইরাকের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ ও আকাশে আলোর ঝলক দেখা যায়। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ছোড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তবে কাতার দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা জাতিসংঘ সনদ এবং কাতারের আকাশসীমার গুরুতর লঙ্ঘন।

অন্যদিকে ইরান জানায়, তারা কাতারকে আগেই সতর্ক করেছিল, যাতে ক্ষয়ক্ষতি এড়ানো যায়। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, এই হামলা কাতার বা তার জনগণের প্রতি কোনো হুমকি নয়। ইরান কাতারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

নিরাপত্তা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং এই হামলাকে প্রতীকী বলে আখ্যায়িত করেছেন। তিনি বিবিসিকে বলেন, ইরান এই হামলার মাধ্যমে জানিয়ে দিল যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় সংঘাতে জড়াতে চায় না।

সূত্র: বিবিসি