ইরানের অস্ত্র কারখানায় ৫০ যুদ্ধবিমানের হামলা
- সর্বশেষ আপডেট ১২:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 236
ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। বুধবার (১৮ জুন) ভোররাতে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেয় ৫০টিরও বেশি জেট। লক্ষ্য ছিল সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও একাধিক অস্ত্র কারখানা।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রমে ব্যবহৃত হতো। সেন্ট্রিফিউজ কেন্দ্র ছাড়াও যেসব অস্ত্র কারখানায় হামলা চালানো হয়, সেগুলোর একটিতে ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপযোগ্য সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল উৎপাদন করা হতো। সেখানে আরও তৈরি হতো বিমান ভূপাতিত করার জন্য সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের উপাদান ও যন্ত্রাংশ।
আইডিএফ হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের ভিডিওচিত্র প্রকাশ করেছে।
অন্যদিকে, একই সময়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকেও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হয়। মধ্যরাতের কিছু পর পরপর দুই দফায় ৩০টির মতো ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানে বলে জানা গেছে। এ সময় ইসরায়েলের অনেক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
































