‘ইয়াং লাইফ’ পার্লারের মালিক শান্তার মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৯:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 117
ফরিদপুর শহরে ‘ইয়াং লাইফ বিউটি পার্লার অ্যান্ড লেজার সেন্টার’-এর মালিক শান্তা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অনাথের মোড়সংলগ্ন সাজের মায়া ভবনে অবস্থিত পার্লারের একটি কক্ষ থেকে মরদেহটি পাওয়া যায়।
শান্তা আক্তার ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ুম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। তার মালিকানাধীন পার্লারের শাখা রয়েছে খুলনা, যশোর ও ঢাকাসহ বিভিন্ন স্থানে।
পরিবারের সদস্যরা জানান, ২০২০ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মেয়েকে নিয়ে আলাদা বসবাস করছিলেন। তাদের ১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শান্তার ভাই রাজিব মোল্যা বলেন, “আজ ভোরে ভাগনি ফোন দিয়ে জানায়, খালা মারা গেছেন। পরে এসে দেখি, ফ্যানের সঙ্গে ঝুলছে। কোনো আর্থিক সমস্যায় ছিলেন না। গতকালও মাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।


































