পাক সেনাবাহিনী
ইমরান খান ‘মানসিক অসুস্থ ব্যক্তি’
- সর্বশেষ আপডেট ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 59
পাকিস্তানের সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘মানসিক অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছে। এর আগে ইমরান খান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছিলেন। এরপরই সেনাবাহিনী এ ধরনের মন্তব্য করেছে। খবর আরব নিউজ’র।
শুক্রবার (৫ ডিসেম্বর) পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র, লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন, কারাগারে বন্দি ইমরান খান বাইরে থেকে যোগাযোগের সুযোগ নিয়ে এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে সশস্ত্র বাহিনীকে আক্রমণ করেন, যা দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। তিনি ইমরান খানকে ‘আত্মকেন্দ্রিক’ হিসেবে চিহ্নিত করে বলেন, তার মতে, যদি আমি ক্ষমতায় না থাকি, তাহলে কিছুই থাকতে পারবে না।
এছাড়া তিনি আরও বলেন, যারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছেন। দুই দিন আগে ইমরান খানের বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন।
সাক্ষাৎ শেষে উজমা খান জানান, সেনাপ্রধান অসীম মুনিরের নীতি নিয়ে ইমরান খানের ক্ষোভ রয়েছে।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইমরান খানের মুখপাত্র, জুলফিকার বুখারি সেনাবাহিনীর ব্রিফিংয়ের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, এই ব্রিফিংয়ের উদ্দেশ্য ছিল ইমরান খান এবং তার দল পিটিআইকে উত্তেজিত করা এবং পিটিআই কর্মীদের ওপর চলমান ধরপাকড়কে বৈধতা প্রদান করা। একই সঙ্গে, কারাবন্দি ইমরান খানের ওপর মানসিক চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
২০২৩ সালের আগস্ট থেকে ৭৩ বছর বয়সী ইমরান খান কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। এর ফলে পিটিআই বিক্ষোভের ডাক দিলে ইমরান খানের বোন উজমা খানকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।
































