ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে প্রকল্প পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক, ইবি (কুষ্টিয়া)
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 225

ইবিতে প্রকল্প পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান অবকাঠামো নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তিনি ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ।

পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, অতিরিক্ত সচিব কাজের গতি বাড়াতে এবং শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত নিরসনের ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার নির্দেশও দিয়েছেন।

সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন যথাসময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইবিতে প্রকল্প পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

সর্বশেষ আপডেট ১০:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান অবকাঠামো নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তিনি ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ।

পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, অতিরিক্ত সচিব কাজের গতি বাড়াতে এবং শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত নিরসনের ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার নির্দেশও দিয়েছেন।

সরকারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন যথাসময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।