ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের পদযাত্রায় জলকামান, সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৪:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 145

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের চিত্র। ছবি: সংগৃহীত

জাতীয়করণের দাবিতে টানা ১৭তম দিনে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টার পর শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে থেকে ‘ভুখা মিছিল’ নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় জলকামান, সাউন্ড গ্রেনেড
পুলিশের লাঠিচার্জ। ছবি: সংগৃহীত

শিক্ষক নেতারা বলেন, ‘জাতীয়করণের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার এখনো কোনো আশ্বাস দেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‌‘শিক্ষাকদের সঙ্গে ওই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে অনুরোধ করছি। বর্তমানে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষকরা টানা অবস্থান কর্মসূচি পালন করছেন।

পাঁচ দফা দাবিগুলো হলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা
২. এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ
৩. স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি
৫. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় জলকামান, সাউন্ড গ্রেনেড
পুলিশের লাঠিচার্জ। ছবি: সংগৃহীত

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। এর প্রতিবাদে শিক্ষকরা বুধবার ভুখা মিছিলের কর্মসূচি পালন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষকদের পদযাত্রায় জলকামান, সাউন্ড গ্রেনেড

সর্বশেষ আপডেট ০৪:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জাতীয়করণের দাবিতে টানা ১৭তম দিনে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টার পর শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে থেকে ‘ভুখা মিছিল’ নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় জলকামান, সাউন্ড গ্রেনেড
পুলিশের লাঠিচার্জ। ছবি: সংগৃহীত

শিক্ষক নেতারা বলেন, ‘জাতীয়করণের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার এখনো কোনো আশ্বাস দেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‌‘শিক্ষাকদের সঙ্গে ওই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে অনুরোধ করছি। বর্তমানে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষকরা টানা অবস্থান কর্মসূচি পালন করছেন।

পাঁচ দফা দাবিগুলো হলো-
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা
২. এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ
৩. স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি
৫. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন

ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রায় জলকামান, সাউন্ড গ্রেনেড
পুলিশের লাঠিচার্জ। ছবি: সংগৃহীত

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। এর প্রতিবাদে শিক্ষকরা বুধবার ভুখা মিছিলের কর্মসূচি পালন করেন।