ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১১ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 53

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ শনিবার ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান খোঁজার তল্লাশি চালাচ্ছে, যেটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এএফপি’র তথ্য অনুসারে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের টার্বোপ্রপ বিমানটি ইয়োগ্যাকার্তা থেকে সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। বিমানে ছিলেন ৩ জন যাত্রী ও ৮ জন ক্রু। স্থানীয় সময় দুপুর ১টার পর বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয়।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের শেষ অবস্থান শনাক্ত হওয়ায় মারোস রিজেন্সির পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে বিমানবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। অপারেশন প্রধান আন্দি সুলতান জানান, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে বিমানটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিমানের নির্মাতা ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান এটিআর জানিয়েছে, তাদের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে এবং তারা তদন্ত ও উদ্ধার কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপপুঞ্জে বিমান যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ইন্দোনেশিয়ার বিমান নিরাপত্তার রেকর্ড দুর্বল। গত বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমান্তানের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ জন নিহত হন। দুই সপ্তাহের মধ্যে পাপুয়া অঞ্চলে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যেখানে ৪ জনের মৃত্যু হয়।

বর্তমানে নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি অভিযান চলমান রয়েছে এবং কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার আশা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১১ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

সর্বশেষ আপডেট ০৮:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ শনিবার ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান খোঁজার তল্লাশি চালাচ্ছে, যেটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এএফপি’র তথ্য অনুসারে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের টার্বোপ্রপ বিমানটি ইয়োগ্যাকার্তা থেকে সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। বিমানে ছিলেন ৩ জন যাত্রী ও ৮ জন ক্রু। স্থানীয় সময় দুপুর ১টার পর বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয়।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের শেষ অবস্থান শনাক্ত হওয়ায় মারোস রিজেন্সির পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে বিমানবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। অপারেশন প্রধান আন্দি সুলতান জানান, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে বিমানটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিমানের নির্মাতা ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান এটিআর জানিয়েছে, তাদের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে এবং তারা তদন্ত ও উদ্ধার কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপপুঞ্জে বিমান যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ইন্দোনেশিয়ার বিমান নিরাপত্তার রেকর্ড দুর্বল। গত বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমান্তানের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ জন নিহত হন। দুই সপ্তাহের মধ্যে পাপুয়া অঞ্চলে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যেখানে ৪ জনের মৃত্যু হয়।

বর্তমানে নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি অভিযান চলমান রয়েছে এবং কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার আশা করছে।