ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইনু-মেনন-পলককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 223

ইনু-মেনন-পলককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ঢাকার কদমতলী এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় তিন সাবেক মন্ত্র হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় কদমতলী থানাধীন এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গুলি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় ওই বছরের ৮ নভেম্বর মামলা হয়। মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর আসামি।

এর আগেই তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ। ১৪ আগস্ট পলক, ২২ আগস্ট মেনন ও ২৬ আগস্ট ইনুকে গ্রেপ্তার করা হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইনু-মেনন-পলককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

সর্বশেষ আপডেট ১২:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

ঢাকার কদমতলী এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ হত্যা মামলায় তিন সাবেক মন্ত্র হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় কদমতলী থানাধীন এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গুলি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় ওই বছরের ৮ নভেম্বর মামলা হয়। মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর আসামি।

এর আগেই তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ। ১৪ আগস্ট পলক, ২২ আগস্ট মেনন ও ২৬ আগস্ট ইনুকে গ্রেপ্তার করা হয়।