ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ক্রিকেটে বিরল ঘটনা

ইনিংসে ১০ ব্যাটারই আউট শূন্য রানে!

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 91

ক্রিকেট

পৃথিবীতে ক্রিকেট খেলা চলছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে ৷ ক্রিকেটের এই দেড়শ বছরের ইতিহাসে শুধু যে জয়-পরাজয়ের ঘটনাই ঘুরে ফিরে এসেছে; তা কিন্তু নয় ৷ কখনো কখনো ফলাফলকে একদম ছাপিয়ে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে এই বাইশ গজের বিনোদনে ৷ ক্রিকেট মাঠে তেমনই এক বিরল ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

দেশটির গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার জয়পুরে রাজ্যটির নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সীকরের বিপক্ষে মাত্র ৪ রানে গুটিয়ে যায় সিরোহী জেলা দল। যেখানে ১০ ব্যাটারই ফিরেছেন শূন্য রানে, কেবল একজন ২ রানে অপরাজিত ছিলেন। বাকি ২ রান এসেছে অতিরিক্ত থেকে। লক্ষ্য তাড়া করতে নেমে সীকর এক বলেই তুলে নেয় ৫ রান; এর মধ্যে ৪ রানই ওয়াইড।

এমন পারফরম্যান্সে দর্শকরা হাসি চেপে রাখতে না পারলেও ক্ষোভে ফেটে পড়েছেন আয়োজকরা। ম্যাচ শেষে সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা দলের গঠন নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল, আর এই ম্যাচ যেন তাতে সিলমোহর দিল। এদিকে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, রাজস্থানের ৩৩ জেলার অংশগ্রহণে চলছে এই টুর্নামেন্ট। কিন্তু সিরোহী জেলার ক্রিকেটে দীর্ঘদিন ধরে দুই পক্ষের ক্ষমতার দ্বন্দ্বে অনুশীলন ও প্রতিযোগিতা কার্যত বন্ধ ছিল। এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই লজ্জাজনক পরাজয় অনেকের কাছেই অবশ্যম্ভাবী মনে হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্রিকেটে বিরল ঘটনা

ইনিংসে ১০ ব্যাটারই আউট শূন্য রানে!

সর্বশেষ আপডেট ০১:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

পৃথিবীতে ক্রিকেট খেলা চলছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে ৷ ক্রিকেটের এই দেড়শ বছরের ইতিহাসে শুধু যে জয়-পরাজয়ের ঘটনাই ঘুরে ফিরে এসেছে; তা কিন্তু নয় ৷ কখনো কখনো ফলাফলকে একদম ছাপিয়ে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে এই বাইশ গজের বিনোদনে ৷ ক্রিকেট মাঠে তেমনই এক বিরল ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

দেশটির গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার জয়পুরে রাজ্যটির নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সীকরের বিপক্ষে মাত্র ৪ রানে গুটিয়ে যায় সিরোহী জেলা দল। যেখানে ১০ ব্যাটারই ফিরেছেন শূন্য রানে, কেবল একজন ২ রানে অপরাজিত ছিলেন। বাকি ২ রান এসেছে অতিরিক্ত থেকে। লক্ষ্য তাড়া করতে নেমে সীকর এক বলেই তুলে নেয় ৫ রান; এর মধ্যে ৪ রানই ওয়াইড।

এমন পারফরম্যান্সে দর্শকরা হাসি চেপে রাখতে না পারলেও ক্ষোভে ফেটে পড়েছেন আয়োজকরা। ম্যাচ শেষে সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা দলের গঠন নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল, আর এই ম্যাচ যেন তাতে সিলমোহর দিল। এদিকে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, রাজস্থানের ৩৩ জেলার অংশগ্রহণে চলছে এই টুর্নামেন্ট। কিন্তু সিরোহী জেলার ক্রিকেটে দীর্ঘদিন ধরে দুই পক্ষের ক্ষমতার দ্বন্দ্বে অনুশীলন ও প্রতিযোগিতা কার্যত বন্ধ ছিল। এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই লজ্জাজনক পরাজয় অনেকের কাছেই অবশ্যম্ভাবী মনে হয়েছে।