ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইনানী ছেড়ে এনসিপি নেতারা উঠলেন প্রাসাদ প্যারাডাইসে

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 127

বদলে ফেলেছেন হোটেল

কক্সবাজারে রাজনৈতিক ঘুরতে যাওয়ার পর শোকজ খেয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতা। সমালোচনার মুখে এবার ঘুরতে যাওয়ার কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করতে চাচ্ছেন তারা। বদলে ফেলেছেন হোটেলও।

ইনানীর রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট থেকে চেকআউট করে এবার কক্সবাজার শহরের সুগন্ধা এলাকার বিলাসবহুল হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’-এ উঠেছেন। এমন তথ্য নিশ্চিত করেছে এনসিপির কেন্দ্রীয় আরেক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত সেই নেতা বলেন, বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে রয়েল টিউলিপ থেকে আনুষ্ঠানিকভাবে চেকআউট করেন এনসিপি নেতারা। এরপর বেলা ১২টার দিকে তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’-এ গিয়ে ওঠেন।

এনসিপির পাঁচ নেতা
এনসিপির পাঁচ নেতা

 

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ইনানীতে অবস্থানের সময় নেতারা বিভিন্ন সাংগঠনিক বৈঠক ও কৌশলগত আলোচনা করেছেন। শহরে উঠে আসার ফলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও গণসংযোগ কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলেও মনে করছেন তারা।

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) মাহমুদুল হাসান এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমরা কর্মসূচি, স্থানীয় সমন্বয় ও সংবাদমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সুবিধার্থে শহরের হোটেলে উঠেছি। আগামী দিনের পরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েই আমরা এগোচ্ছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইনানী ছেড়ে এনসিপি নেতারা উঠলেন প্রাসাদ প্যারাডাইসে

সর্বশেষ আপডেট ০৪:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

কক্সবাজারে রাজনৈতিক ঘুরতে যাওয়ার পর শোকজ খেয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতা। সমালোচনার মুখে এবার ঘুরতে যাওয়ার কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করতে চাচ্ছেন তারা। বদলে ফেলেছেন হোটেলও।

ইনানীর রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট থেকে চেকআউট করে এবার কক্সবাজার শহরের সুগন্ধা এলাকার বিলাসবহুল হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’-এ উঠেছেন। এমন তথ্য নিশ্চিত করেছে এনসিপির কেন্দ্রীয় আরেক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত সেই নেতা বলেন, বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে রয়েল টিউলিপ থেকে আনুষ্ঠানিকভাবে চেকআউট করেন এনসিপি নেতারা। এরপর বেলা ১২টার দিকে তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’-এ গিয়ে ওঠেন।

এনসিপির পাঁচ নেতা
এনসিপির পাঁচ নেতা

 

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ইনানীতে অবস্থানের সময় নেতারা বিভিন্ন সাংগঠনিক বৈঠক ও কৌশলগত আলোচনা করেছেন। শহরে উঠে আসার ফলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় ও গণসংযোগ কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলেও মনে করছেন তারা।

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) মাহমুদুল হাসান এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমরা কর্মসূচি, স্থানীয় সমন্বয় ও সংবাদমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সুবিধার্থে শহরের হোটেলে উঠেছি। আগামী দিনের পরিকল্পনা ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েই আমরা এগোচ্ছি।”