ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ভারতের
- সর্বশেষ আপডেট ০১:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 75
ভারতের মাঠে স্বাগতিক দল এক চরম পরাজয়ের মুখে পড়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানে হেরে যায়। এই জয়ের ফলে ভারতের কাছে হোয়াইটওয়াশের ব্যথা থাকল সফরকারীদের হাতে।
টেস্ট ইতিহাসে রানের ব্যবধানের দিক থেকে এটি ভারতের সর্ববৃহৎ হারের রেকর্ড। এর আগে ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার কাছে ৩৪২ রানে হেরেছিল ভারত। প্রায় ২১ বছর পর সেটিকে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা চারশর বেশি ব্যবধানে জয় অর্জন করল।
গুয়াহাটিতে ম্যাচের শেষ দিনে ভারতকে বাঁচাতে ৮ উইকেট হাতে রেখে ৯০ ওভার ব্যাট করতে হতো। কিন্তু তারা ৪৮ ওভারও টিকতে পারেনি। শেষ ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান যোগ করতে পেরেছে ভারত।
দক্ষিণ আফ্রিকার এই জয়ের মাধ্যমে দেশে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটল। এই সিরিজ শুরুর আগে সর্বশেষ তারা ২০০০ সালে ভারতের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল। স্বাগতিক দলের জন্য দুঃসংবাদ হলো, শেষ তিনটি টেস্ট সিরিজের মধ্যে তারা দুইটিতেই হেরে গেছে।
ম্যাচের প্রথম ইনিংসে সেনুরান মুত্থুসামি সেঞ্চুরি করেন এবং দক্ষিণ আফ্রিকাকে ৪৮৯ রানে শক্ত ভিত্তি দেন। জবাবে ভারত মাত্র ২০১ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৬০ রানে অলআউট হয়ে যায়।
ভারতের সামনে দাঁড়ায় অসম্ভব এক লক্ষ্য- ৫৪৯ রান। ১০৮ ওভারে তা পূর্ণ করতে হতো। চতুর্থ দিনের শেষ বিকেলে মাত্র ১৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে। শেষ দিনেও তারা জয়ের পথ খুঁজে পায়নি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দক্ষিণ আফ্রিকার এটি ৪ ম্যাচে তৃতীয় জয়। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে। ভারতের অবস্থান ৯ ম্যাচে ৪ জয় ও ৫৪.১৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
































