শিরোনাম
ইটনায় রাস্তা থেকে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৪:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 221
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রতন মিয়া (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে হাওর অধ্যুষিত ইটনা উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রতন মিয়া উপজেলার পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তায় রতন মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Tag :
অপরাধ তদন্ত আক্কু মিয়া ইটনা ইটনা থানা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পুলিশ পাথারহাটি বাংলাদেশ খবর ময়নাতদন্ত যুবকের লাশ রতন মিয়া রহস্যজনক মৃত্যু লাশ উদ্ধার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সড়কে লাশ হাওর অঞ্চল


































