ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
না জানিয়েই প্রেস কাউন্সিলের সদস্য

ইউনূস সরকারের সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিক নুরুল কবীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 201

প্রধান উপদেষ্টার সঙ্গে সাংবাদিক নুরুল কবীর

নিউজ এইজ সম্পাদক নুরুল কবীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য করা নিয়ে। নিজের পূর্বানুমতি ছাড়াই তথ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে বলে ফেসবুক পোস্টে জানান তিনি। পোস্টে আরও অভিযোগ করেন, তাঁর নামের বানানও গেজেটে ভুলভাবে ছাপা হয়েছে।

রাত ৭টা ৩৬ মিনিটে দেওয়া নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন; “অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে, আজ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আমাকে রাষ্ট্রের প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেট প্রকাশ করেছে, তাও আবার আমার নামের ভুল বানানে এবং তা আমার পূর্বানুমতি ছাড়াই। অতীতে একাধিক সরকার আমাকে এই কাউন্সিলের সদস্য হওয়ার অনুরোধ করেছিল; যা আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার কেউই, সরকার বা অন্য কেউ, আমার সম্মতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। এটি সত্যিই বিস্ময়কর। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (যদি কেউ থেকে থাকেন) অনুরোধ করব আমার নামটি তালিকা থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য এবং আমাকে এই উপকারটুকু করার জন্য।”

এর আগে সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সেখানে নুরুল কবীরের পাশাপাশি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নামও অন্তর্ভুক্ত করা হয়।

সাংবাদিক নুরুল কবীরের ফেসবুক স্ট্যাটাস
সাংবাদিক নুরুল কবীরের ফেসবুক স্ট্যাটাস

দুই বছর মেয়াদি এই প্রেস কাউন্সিল কমিটিতে সাংবাদিক নেতা, সম্পাদক, শিক্ষাবিদ ও আইনজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের ১২ জন সদস্য রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: ওবায়দুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দৌলত আকতার মালা, সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, মো. শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, ডেইলি স্টার, নুরুল কবীর, সম্পাদক, নিউ এইজ, দেওয়ান হানিফ মাহমুদ, সম্পাদক ও প্রকাশক, বণিক বার্তা, শামসুল হক জাহিদ, সম্পাদক, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, রমিজ উদ্দিন চৌধুরী, সম্পাদক, দৈনিক পূর্বকোণ, আখতার হোসেন খান, উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), অধ্যাপক মোহাম্মদ আজম, মহাপরিচালক, বাংলা একাডেমি, মো. ফখরুল ইসলাম, সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল।

কমিটির আগেই চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিম। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নুরুল কবীরের বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্তির আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি না নেওয়া কতটা গ্রহণযোগ্য। সরকারিভাবে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি, তবে সাংবাদিক সমাজে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

না জানিয়েই প্রেস কাউন্সিলের সদস্য

ইউনূস সরকারের সিদ্ধান্তে ক্ষুদ্ধ সাংবাদিক নুরুল কবীর

সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নিউজ এইজ সম্পাদক নুরুল কবীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য করা নিয়ে। নিজের পূর্বানুমতি ছাড়াই তথ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে বলে ফেসবুক পোস্টে জানান তিনি। পোস্টে আরও অভিযোগ করেন, তাঁর নামের বানানও গেজেটে ভুলভাবে ছাপা হয়েছে।

রাত ৭টা ৩৬ মিনিটে দেওয়া নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন; “অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে, আজ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আমাকে রাষ্ট্রের প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেট প্রকাশ করেছে, তাও আবার আমার নামের ভুল বানানে এবং তা আমার পূর্বানুমতি ছাড়াই। অতীতে একাধিক সরকার আমাকে এই কাউন্সিলের সদস্য হওয়ার অনুরোধ করেছিল; যা আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার কেউই, সরকার বা অন্য কেউ, আমার সম্মতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি। এটি সত্যিই বিস্ময়কর। অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (যদি কেউ থেকে থাকেন) অনুরোধ করব আমার নামটি তালিকা থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য এবং আমাকে এই উপকারটুকু করার জন্য।”

এর আগে সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সেখানে নুরুল কবীরের পাশাপাশি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নামও অন্তর্ভুক্ত করা হয়।

সাংবাদিক নুরুল কবীরের ফেসবুক স্ট্যাটাস
সাংবাদিক নুরুল কবীরের ফেসবুক স্ট্যাটাস

দুই বছর মেয়াদি এই প্রেস কাউন্সিল কমিটিতে সাংবাদিক নেতা, সম্পাদক, শিক্ষাবিদ ও আইনজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের ১২ জন সদস্য রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: ওবায়দুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দৌলত আকতার মালা, সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, মো. শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, ডেইলি স্টার, নুরুল কবীর, সম্পাদক, নিউ এইজ, দেওয়ান হানিফ মাহমুদ, সম্পাদক ও প্রকাশক, বণিক বার্তা, শামসুল হক জাহিদ, সম্পাদক, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, রমিজ উদ্দিন চৌধুরী, সম্পাদক, দৈনিক পূর্বকোণ, আখতার হোসেন খান, উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), অধ্যাপক মোহাম্মদ আজম, মহাপরিচালক, বাংলা একাডেমি, মো. ফখরুল ইসলাম, সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল।

কমিটির আগেই চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিম। তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নুরুল কবীরের বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্তির আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি না নেওয়া কতটা গ্রহণযোগ্য। সরকারিভাবে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি, তবে সাংবাদিক সমাজে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে।