ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি ‘নিষিদ্ধ’ চায় সাদিক!

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 138

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবেন। যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম, খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদিক বলেন, গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

৫ আগস্টের পরে নানা যায়গায় থাকা আয়নাঘর ও এর সঙ্গে থাকা অনেক ডকুমেন্ট নষ্ট করে ফেলা হয়েছে দাবি করে সাদিক কায়েম বলেন, যারা এগুলো ধ্বংস করেছে তাদের খুঁজে বের করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি ‘নিষিদ্ধ’ চায় সাদিক!

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবেন। যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম, খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদিক বলেন, গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

৫ আগস্টের পরে নানা যায়গায় থাকা আয়নাঘর ও এর সঙ্গে থাকা অনেক ডকুমেন্ট নষ্ট করে ফেলা হয়েছে দাবি করে সাদিক কায়েম বলেন, যারা এগুলো ধ্বংস করেছে তাদের খুঁজে বের করতে হবে।