শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম
আ.লীগের মতো বিএনপির কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
- সর্বশেষ আপডেট ০১:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 8
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যা করেছে, তা বিএনপির কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের নির্বাচনি জনসংযোগ ও পথসভায় বিএনপি মহাসচিব একথা বলেন।
তিনি বলেন, ‘গত ৫ বছর দেশে কোনো ভোট হয়নি। শেখ হাসিনার আমলে সাংবাদিকরাসহ কেউ কথা বলতে পারেনি। আমরা ঠাকুরগাঁওয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।’































