আসিফ মাহমুদের দুর্নীতির বিচার হবে দেশের মাটিতেই: ছাত্রদল
- সর্বশেষ আপডেট ০৫:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 37
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হাজার কোটি টাকার দুর্নীতির বিচার অবশ্যই দেশের মাটিতেই হবে। তিনি অভিযোগ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নাছির উদ্দিন বলেন, “জুলাই-আগস্টে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পরে উপদেষ্টা হয়ে বিশাল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এই দুর্নীতি বাংলাদেশের ওপেন সিক্রেট। তার হুমকি-ধমকিতে আমাদের নেতাকর্মীরা ভয় পাবে না। আমরা মাঠে আছি এবং থাকব।”
তিনি অভিযোগ করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ছাত্র সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করছেন এবং শিক্ষার্থীদের স্বার্থ লঙ্ঘন করছেন। নাছির উদ্দিন বলেন, “উপাচার্য জানুয়ারি মাসের ৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চিঠি প্রকাশ করেননি। ছাত্রশিবিরকে সুবিধা দিতে তিনি নির্বাচনের তারিখ ২০ জানুয়ারি নির্ধারণ করেছেন।”
ছাত্রদল সাধারণ সম্পাদক আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে ইতিমধ্যে আটজন পদত্যাগ করেছেন। তিনি মন্তব্য করেন, “এ ধরনের বিতর্কিত উপাচার্য ও নির্বাচন কমিশন দিয়ে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছি। তিনটি বিষয় স্পষ্ট ব্যাখ্যা না পেলে কর্মসূচি রাত পর্যন্ত চলবে।”

































