আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ: নিহত এক, আহত ১০
- সর্বশেষ আপডেট ০৩:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 119
সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংকের ভয়াবহ বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় রহমত উল্লাহর মালিকানাধীন একটি টিনশেড ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল রাব্বানী। তিনি বাড়িটির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে। বিস্ফোরণে পুরো টিনশেড ঘরটি ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খন্দকার জানান, বাড়িটি নির্মাণের সময় সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস নির্গমনের জন্য আলাদা ভেন্ট পাইপ বসানোর কথা ছিল। তবে সেটি স্থাপন না করায় দীর্ঘদিন ধরে গ্যাস জমে থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাস জমে গেলে আগুন বা বিদ্যুতের স্পার্কের সংস্পর্শে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।





































