আশা জাগিয়েও হেরে গেল টাইগ্রেসরা
- সর্বশেষ আপডেট ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 91
মাত্র ১৭৮ রান নিয়েই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। তবে শেষ রক্ষা হয়নি, পূরণ হয়নি প্রথমবার ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন। গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে আশা জাগিয়ে ইংলিশদের কাছে ৪ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ২৩ বল হাতে রেখে জিতেছে ইংল্যান্ড। মঙ্গলবার (৭ অক্টোবর) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
বরাবরের মতো ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছিলেন পেস সেনসেশন মারুফা আক্তার। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)। ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও নেন মারুফা। আরেকটি এলবিডব্লিউ। এবার তার শিকার আরেক ওপেনার টেমি বিউমন্ট (১৩)। ২৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।
তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন হিদার নাইট আর অধিনায়ক নেট স্কাইভার-ব্রান্ট। ১৯তম ওভারে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৪১ বলে ৩২ করা নেটকে বদলি ফিল্ডার ফারজানা হকের ক্যাচ বানান লেগস্পিনার। ওই ওভারেই নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলেকে (০) এলবিডব্লিউ করেন ফাহিমা।
ফাহিমার তৃতীয় শিকার এমা লাম্ব। ডাউন দ্য উইকেটে বড় শট খেলতে গিয়ে মিডঅনে ক্যাচ দেন লাম্ব (১২ বলে ১)। ৭৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। থিতু হয়ে গিয়েছিলেন এলিস কেপসে (২০)। তাকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে আবারও উচ্ছ্বাসে ভাসান বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। ১০৩ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। কিন্তু অভিজ্ঞ হেদার নাইট সেই স্বপ্ন পূরণ হতে দেননি। ফাহিমা খাতুন ১৬ রানে ৩টি আর মারফা আক্তার ২৮ রানে নেন ২টি উইকেট।
এর আগে বলতে গেলে একাই লড়লেন সোবহানা মোস্তারি। করেন লড়াকু হাফসেঞ্চুরি। শেষদিকে এসে ব্যাট হাতে ঝড় তোলেন রাবেয়া খান। এই দুজনের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯.৪ ওভারে ১৭৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।
































