ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশাশুনিতে বেড়িবাঁধের পাশে বৃদ্ধের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 77

মরদেহ

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধের পাশে বিজন কুমার দে (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিজন কুমার দে পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দের ছেলে। পরিবার জানায়, তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পাইথালী বাজারে গিয়েছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাই বসবাস করতেন। প্রতিদিন পুত্রবধূ তার জন্য খাবার দিয়ে যেতেন। তবে বুধবার সকালে ঘরে গিয়ে দেখা যায় আগের দিনের খাবার অক্ষত অবস্থায় রয়েছে। পরে খবর আসে, নিকটবর্তী বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে আছে।

ঘটনার পর আশাশুনি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশাশুনিতে বেড়িবাঁধের পাশে বৃদ্ধের মরদেহ

সর্বশেষ আপডেট ০৩:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধের পাশে বিজন কুমার দে (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিজন কুমার দে পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দের ছেলে। পরিবার জানায়, তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পাইথালী বাজারে গিয়েছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাই বসবাস করতেন। প্রতিদিন পুত্রবধূ তার জন্য খাবার দিয়ে যেতেন। তবে বুধবার সকালে ঘরে গিয়ে দেখা যায় আগের দিনের খাবার অক্ষত অবস্থায় রয়েছে। পরে খবর আসে, নিকটবর্তী বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে আছে।

ঘটনার পর আশাশুনি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।