ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘আল্লাহ চাইলে বিয়ে হবে’, খোলামেলা মন্তব্যে প্রভা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 51

সাদিয়া জাহান প্রভা

২০০৫ সালের দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনে পরিচিতি পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই নাটকে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। একাধিকবার চলচ্চিত্রে অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও নিয়মিত কাজ না করলেও এখনো মাঝেমধ্যে টেলিভিশনের পর্দায় দেখা যায় এই অভিনেত্রীকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নেন প্রভা। সেখানে ভক্তদের নানা প্রশ্ন ও মন্তব্যের জবাব দেন তিনি। লাইভের শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্পষ্ট করে বলেন, অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাবেন।

লাইভে প্রভা বলেন, ‘সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এখন একটা জব করছি। বুঝতে পারছি, এটা হয়তো একটা কালচার। আমাকেও শুভেচ্ছা জানাতে হচ্ছে। ব্যক্তিগতভাবে এটা আমার খুব পছন্দ না। আমি মনে করি, শুভকামনা সব সময়ই জানানো যায়। তবে এটাও বুঝতে হবে, এটা একটা সৌজন্যতা।’

ভক্তরা যখন বিভিন্ন মন্তব্য ও প্রশ্ন করতে থাকেন, তখন প্রভা জানান—ভালো-মন্দ সব মন্তব্য পড়ার চেষ্টা করবেন এবং সম্ভব হলে উত্তর দেবেন। তবে অশালীন বা অপ্রাসঙ্গিক মন্তব্য এড়িয়ে যাওয়ার কথাও জানান তিনি।

লাইভে বেশির ভাগ ভক্তই তার বর্তমান ব্যস্ততা ও কাজ নিয়ে জানতে চান। তবে কিছু দর্শক বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করেন। শুরুতে এসব প্রশ্ন এড়িয়ে গেলেও একপর্যায়ে বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রভা।

তিনি বলেন, ‘বিয়ে হবে কবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন—এই ধরনের প্রশ্ন আসলে ব্যাড ম্যানার। আমি তো রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যা লিখে রেখেছেন, সেদিন সেটাই হবে। এগুলো একেবারেই ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে কাউকে প্রশ্ন না করাই ভালো। কারণ প্রতিটা মানুষই চায় সংসার করতে, আর সেটা যেদিন লেখা থাকবে, সেদিনই হবে।’

উল্লেখ্য, ২০১০ সালের ১৯ আগস্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও ধীরে ধীরে আবার টেলিভিশনের পর্দায় ফিরতে শুরু করেন এই অভিনেত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘আল্লাহ চাইলে বিয়ে হবে’, খোলামেলা মন্তব্যে প্রভা

সর্বশেষ আপডেট ১২:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

২০০৫ সালের দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনে পরিচিতি পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই নাটকে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। একাধিকবার চলচ্চিত্রে অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও নিয়মিত কাজ না করলেও এখনো মাঝেমধ্যে টেলিভিশনের পর্দায় দেখা যায় এই অভিনেত্রীকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নেন প্রভা। সেখানে ভক্তদের নানা প্রশ্ন ও মন্তব্যের জবাব দেন তিনি। লাইভের শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্পষ্ট করে বলেন, অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাবেন।

লাইভে প্রভা বলেন, ‘সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এখন একটা জব করছি। বুঝতে পারছি, এটা হয়তো একটা কালচার। আমাকেও শুভেচ্ছা জানাতে হচ্ছে। ব্যক্তিগতভাবে এটা আমার খুব পছন্দ না। আমি মনে করি, শুভকামনা সব সময়ই জানানো যায়। তবে এটাও বুঝতে হবে, এটা একটা সৌজন্যতা।’

ভক্তরা যখন বিভিন্ন মন্তব্য ও প্রশ্ন করতে থাকেন, তখন প্রভা জানান—ভালো-মন্দ সব মন্তব্য পড়ার চেষ্টা করবেন এবং সম্ভব হলে উত্তর দেবেন। তবে অশালীন বা অপ্রাসঙ্গিক মন্তব্য এড়িয়ে যাওয়ার কথাও জানান তিনি।

লাইভে বেশির ভাগ ভক্তই তার বর্তমান ব্যস্ততা ও কাজ নিয়ে জানতে চান। তবে কিছু দর্শক বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করেন। শুরুতে এসব প্রশ্ন এড়িয়ে গেলেও একপর্যায়ে বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রভা।

তিনি বলেন, ‘বিয়ে হবে কবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন—এই ধরনের প্রশ্ন আসলে ব্যাড ম্যানার। আমি তো রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যা লিখে রেখেছেন, সেদিন সেটাই হবে। এগুলো একেবারেই ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে কাউকে প্রশ্ন না করাই ভালো। কারণ প্রতিটা মানুষই চায় সংসার করতে, আর সেটা যেদিন লেখা থাকবে, সেদিনই হবে।’

উল্লেখ্য, ২০১০ সালের ১৯ আগস্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও ধীরে ধীরে আবার টেলিভিশনের পর্দায় ফিরতে শুরু করেন এই অভিনেত্রী।