ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আল্লাহর নামে শপথ করে জনগণের সম্পদ রক্ষার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 12

বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সম্পদ রক্ষা করতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি বা অবৈধ লুটপাটের সুযোগ দেব না।

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি আল্লাহর নামে তিনবার শপথ করে প্রতিশ্রুতি দেন, দায়িত্ব পাওয়ার পর জনগণের সম্পদকে নিরাপদ রাখার।

শফিকুর রহমান বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে কাজ করব। প্রতিবছর আয় ও ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং তাদেরকে স্বাভাবিক কর্মসংস্থানে আনা হবে যাতে তারা চাঁদাবাজিতে জড়াতে না পারে।

তিনি আরও বলেন, মেহেরপুর ছোট জেলা, মানুষ একে অপরকে চেনে। কিন্তু চাঁদাবাজরা জেলাটাকে দখল করেছে। ক্ষমতায় গেলে তাদের দায়িত্ব আমরা নেব এবং সঠিক কাজে লাগাব।

জমায়াত আমির ভোটের গুরুত্ব বোঝাতে বলেন, ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে গোলামি। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে এবং কেউ ভোট ডাকাতি করলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সময় কেউ বলতে পারবে না দুর্নীতি হয়েছে, মানুষের সম্পদ লুট হয়েছে বা শিশুদের শিক্ষায় ব্যর্থতা হয়েছে। ৫৪ বছরের শাসকদের তুলনায় আমরা দেশে ইনসাফ ও ন্যায়ের স্থাপন নিশ্চিত করব।

বেকার ভাতা বিতরণের বিষয়ে তিনি বলেন, ভাতা দেওয়ার বদলে আমরা কাজ দেব, কারণ ভাতা বেকারত্ব কমায় না বরং বাড়ায়। দেশের যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে।

জনসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের প্রার্থী মাও. মো. তাজউদ্দীন খান, মেহেরপুর-২ গাংনী আসনের প্রার্থী মো. নাজমুল হুদা, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় অধিকার পরিষদের সেক্রেটারি আমিরুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সোহেল রানা এবং জেলা জামাতের সেক্রেটারি মো. ইকবাল হোসাইন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আল্লাহর নামে শপথ করে জনগণের সম্পদ রক্ষার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৬:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সম্পদ রক্ষা করতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি বা অবৈধ লুটপাটের সুযোগ দেব না।

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি আল্লাহর নামে তিনবার শপথ করে প্রতিশ্রুতি দেন, দায়িত্ব পাওয়ার পর জনগণের সম্পদকে নিরাপদ রাখার।

শফিকুর রহমান বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে কাজ করব। প্রতিবছর আয় ও ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং তাদেরকে স্বাভাবিক কর্মসংস্থানে আনা হবে যাতে তারা চাঁদাবাজিতে জড়াতে না পারে।

তিনি আরও বলেন, মেহেরপুর ছোট জেলা, মানুষ একে অপরকে চেনে। কিন্তু চাঁদাবাজরা জেলাটাকে দখল করেছে। ক্ষমতায় গেলে তাদের দায়িত্ব আমরা নেব এবং সঠিক কাজে লাগাব।

জমায়াত আমির ভোটের গুরুত্ব বোঝাতে বলেন, ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে গোলামি। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে এবং কেউ ভোট ডাকাতি করলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সময় কেউ বলতে পারবে না দুর্নীতি হয়েছে, মানুষের সম্পদ লুট হয়েছে বা শিশুদের শিক্ষায় ব্যর্থতা হয়েছে। ৫৪ বছরের শাসকদের তুলনায় আমরা দেশে ইনসাফ ও ন্যায়ের স্থাপন নিশ্চিত করব।

বেকার ভাতা বিতরণের বিষয়ে তিনি বলেন, ভাতা দেওয়ার বদলে আমরা কাজ দেব, কারণ ভাতা বেকারত্ব কমায় না বরং বাড়ায়। দেশের যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে।

জনসভায় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের প্রার্থী মাও. মো. তাজউদ্দীন খান, মেহেরপুর-২ গাংনী আসনের প্রার্থী মো. নাজমুল হুদা, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় অধিকার পরিষদের সেক্রেটারি আমিরুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সোহেল রানা এবং জেলা জামাতের সেক্রেটারি মো. ইকবাল হোসাইন।