ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরেকটা ৫ আগস্ট হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 74

আরেকটা ৫ আগস্ট হবে: জামায়াত আমির

নির্বাচনে জনগণ যদি ভোট না দেয়, তবুও ক্ষমতায় যাওয়ার জন্য কিছু অনেকে চোরাগলির পথ বেছে নিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, চোরাগলিতে চললে দেশে আরেকবার ৫ আগস্টের ঘটনা ঘটতে পারে।

সোমবার (১ ডিসেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং ৫ দফা দাবির প্রেক্ষিতে আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা অনেক কিছু দেখেছি। জীবনযাত্রার খরচ বেড়েছে এবং মানুষ এখন আগের চেয়ে আরও অসন্তুষ্ট। তিনি দাবি করেন, কোনো ইসলামী দল চাঁদাবাজিতে জড়িত নয়, কিন্তু অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। তিনি সতর্ক করেন, আগামী নির্বাচনে কৌশলে জিততে চেষ্টাকারীদের চেষ্টা ব্যর্থ হবে এবং জনগণের ভোটের পাহারাদার হিসেবে তারা লড়াই করবে।

তিনি আরও বলেন, কিছু মানুষ ৭২ সালের সংবিধান পুনরুজ্জীবিত করতে চায়। যারা এটি সমর্থন করবে, তারা নাকি জিয়াউর রহমানের বিরুদ্ধাচারণ করবে। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে সমর্থন করে, তারা ৭২ সালের সংবিধান নিয়ে কথা বলবে না। জামায়াত ৫ দফা কর্মসূচি পূর্ণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

সমাবেশে ৮ দলের নেতারা বিভিন্ন দাবি ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি, অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কথাও উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরেকটা ৫ আগস্ট হবে: জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে জনগণ যদি ভোট না দেয়, তবুও ক্ষমতায় যাওয়ার জন্য কিছু অনেকে চোরাগলির পথ বেছে নিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, চোরাগলিতে চললে দেশে আরেকবার ৫ আগস্টের ঘটনা ঘটতে পারে।

সোমবার (১ ডিসেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং ৫ দফা দাবির প্রেক্ষিতে আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা অনেক কিছু দেখেছি। জীবনযাত্রার খরচ বেড়েছে এবং মানুষ এখন আগের চেয়ে আরও অসন্তুষ্ট। তিনি দাবি করেন, কোনো ইসলামী দল চাঁদাবাজিতে জড়িত নয়, কিন্তু অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। তিনি সতর্ক করেন, আগামী নির্বাচনে কৌশলে জিততে চেষ্টাকারীদের চেষ্টা ব্যর্থ হবে এবং জনগণের ভোটের পাহারাদার হিসেবে তারা লড়াই করবে।

তিনি আরও বলেন, কিছু মানুষ ৭২ সালের সংবিধান পুনরুজ্জীবিত করতে চায়। যারা এটি সমর্থন করবে, তারা নাকি জিয়াউর রহমানের বিরুদ্ধাচারণ করবে। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে সমর্থন করে, তারা ৭২ সালের সংবিধান নিয়ে কথা বলবে না। জামায়াত ৫ দফা কর্মসূচি পূর্ণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

সমাবেশে ৮ দলের নেতারা বিভিন্ন দাবি ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি, অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কথাও উল্লেখ করা হয়।