আরপিও সংশোধনী ইস্যুতে সিইসিকে বিএনপির চিঠি
- সর্বশেষ আপডেট ০১:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 139
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনীর সঙ্গে একমত নয়। দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছেন, যাতে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে পূর্বের বিধান বহাল রাখার দাবি জানানো হয়েছে।
বিএনপি মনে করে, এই সংশোধনী প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল না এবং এটি গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, “জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হলেও ভোট দিতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের অবস্থা বহাল রাখার জন্য আমাদের পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।”
ইসমাইল জবিউল্লাহ আরও জানান, উপদেষ্টা পর্যায়েও এ বিষয়ে চিঠি দেওয়া হবে। তিনি যুক্তি দেন, জোটবদ্ধ নির্বাচন করলেও দলগুলোর নিজস্ব প্রতীকের অধিকার থাকা উচিত।
সম্প্রতি নির্বাচন কমিশন আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে সংশোধনী চূড়ান্ত করেছে, যেখানে জোটবদ্ধ নির্বাচনে প্রতিটি প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বাধ্যতামূলক করা হয়েছে। বিএনপি এই সংশোধনী বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।


































