আরও ১০ বাস ও এক ট্রেনে আগুন, ৩ স্থানে বিস্ফোরণ
- সর্বশেষ আপডেট ১০:৫৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 82
ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত ১টা পর্যন্ত ২০টি চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০ বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই স্থানে পেট্রোল বোমা হামলা হয়েছে।
রাজধানীর অন্তত পাঁচটি স্থানে, গাজীপুরের তিনটি স্থানে, আশুলিয়া এবং ফেনীর মহিপালে বাসে আগুন দেওয়া হয়েছে। ঢাকার তিন স্থানে ককটের হামলা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হন।
এর আগে গত মঙ্গলবার চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়। এতে একজন নিহত হয়। এ নিয়ে গত তিন দিনে ২০টি যানবাহনে আগুন দেওয়া হলো।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। আর গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলা হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি বাড়িয়েছে। সারাদেশে ৮৯ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এ ছাড়া রাতে রাজধানীর ফার্মগেটে ঝটিকা মিছিল করার সময় অন্তত ২০ জনকে আটক করেছে সেনাবাহিনী।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, তেজগাঁও রেলস্টেশনের ৪ নম্বর লাইনে পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দুটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সে অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
































