আরও ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- সর্বশেষ আপডেট ১১:০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 114
গাজায় আরও ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার (৩০ জুলাই) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকায় হতাহতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯৯ জন। বুধবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করেছে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের ঘটনায় গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ১৩৮ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।
তবে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চালানো হবে।































