আরও একটি মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে
- সর্বশেষ আপডেট ১০:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 3
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সেখানে সামরিক উপস্থিতি আরও জোরালো করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই অঞ্চলে অতিরিক্ত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রয়টার্সকে দেওয়া তথ্যে এক মার্কিন কর্মকর্তা জানান, গত ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের একটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। ফলে বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আঞ্চলিক পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠানোর তথ্য প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কাই এই সামরিক তৎপরতার মূল কারণ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ নৌবহর, যুদ্ধবিমান ও সহায়ক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।
কয়েক দশকের মধ্যে এটি ইরানসংলগ্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এই সমাবেশকে দেখা হচ্ছে। এদিকে, এই তৎপরতা নিয়ে তেহরান থেকেও কঠোর প্রতিক্রিয়া ও সতর্কবার্তা এসেছে।


































