আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে টাইগার একাদশ
- সর্বশেষ আপডেট ০২:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 54
শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ধারাবাহিক জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হোঁচট খেয়েছে বাংলাদেশ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজটি লিটন দাসের দলের জন্য জয়ের ধারায় ফেরার গুরুত্বপূর্ণ সুযোগ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লিটন দাস জানান, বোলিং বিভাগ নিয়ে তিনি আশাবাদী। তানজিদ তামিম ও সাইফ হাসানের ধারাবাহিক পারফরম্যান্সে টপ অর্ডারও বেশ স্থির। তবে মিডল অর্ডার নিয়ে কিছুটা শঙ্কা আছে দলের ভেতর। তাওহীদ হৃদয় ও জাকের আলী সাম্প্রতিক ম্যাচগুলোতে রান করতে পারছেন না। সোহান রান করলেও তার ব্যাটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। মাহিদুল অঙ্কন দলে থাকলেও ফর্মে নেই, আর শামীম পাটোয়ারি বাদ পড়েছেন সর্বশেষ স্কোয়াড থেকে। তবে লিটন জানিয়েছেন, মিডল অর্ডার নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ মিডল অর্ডারের ব্যাটারদের জন্য ফর্মে ফেরার ভালো সুযোগ হতে পারে। টেস্ট দলে না থাকায় জাকের কিছুদিন ধরে কোচিং স্টাফের সঙ্গে টি-২০ ব্যাটিং নিয়ে আলাদা কাজ করছেন—ফলে তাকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সোহানও থাকতে পারেন স্বাভাবিকভাবেই।
বোলিং আক্রমণে তিন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের সঙ্গে থাকতে পারেন শরিফুল ইসলাম। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের দলে থাকা প্রায় নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে শেখ মাহেদী সুযোগ পাবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।




































