আয়কর নিয়ে তিশার বিশেষ বার্তা
- সর্বশেষ আপডেট ১০:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 257
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা আয়কর সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে তার দর্শক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা জানান।
তিশা লেখেন,
“প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ী,
দুঃখের সঙ্গে জানাচ্ছি—সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমি আশা করি, সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।”
দর্শকদের উদ্দেশে তিশা লেখেন, “আপনাদের ভালোবাসা আর আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি।”































