ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় মুক্তি পাচ্ছে জয়ার ‘ডিয়ার মা’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 281

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’ এবার পা রাখছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি ভারতের সিনেমা হলে মুক্তি পেয়েছিল ১৮ জুলাই, আর সেখানেই দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এটি।

অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ৮ আগস্ট থেকে আমেরিকার ১৬টিরও বেশি শহরের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। জয়া জানান, টালিগঞ্জ প্রযোজিত কোনো ছবি এত বেশি সংখ্যক হলে এর আগে কখনো আমেরিকায় মুক্তি পায়নি। ফলে এটি একটি ব্যতিক্রমী সাফল্য হিসেবেই ধরা হচ্ছে।

ছবিটির প্রধান চরিত্রে জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন; শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।

‘ডিয়ার মা’ মুক্তির মাধ্যমে উত্তর আমেরিকার দর্শকদের কাছেও টালিগঞ্জের মানসম্মত সিনেমা পৌঁছে যাওয়ার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমেরিকায় মুক্তি পাচ্ছে জয়ার ‘ডিয়ার মা’

সর্বশেষ আপডেট ০৯:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’ এবার পা রাখছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি ভারতের সিনেমা হলে মুক্তি পেয়েছিল ১৮ জুলাই, আর সেখানেই দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এটি।

অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ৮ আগস্ট থেকে আমেরিকার ১৬টিরও বেশি শহরের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। জয়া জানান, টালিগঞ্জ প্রযোজিত কোনো ছবি এত বেশি সংখ্যক হলে এর আগে কখনো আমেরিকায় মুক্তি পায়নি। ফলে এটি একটি ব্যতিক্রমী সাফল্য হিসেবেই ধরা হচ্ছে।

ছবিটির প্রধান চরিত্রে জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন; শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।

‘ডিয়ার মা’ মুক্তির মাধ্যমে উত্তর আমেরিকার দর্শকদের কাছেও টালিগঞ্জের মানসম্মত সিনেমা পৌঁছে যাওয়ার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।